আব্দুল্লাহ জামালপুর সদর প্রতিনিধি
জামালপুর পৌরসভার উদ্যোগে “ক্লিন জামালপুর, গ্রীণ জামালপুর” গঠণকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তার হশেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম।মতবিনিময় সভায়,জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা,পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ সূধীজন উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় বক্তারা বলেন, জামালপুরকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্লিন জামালপুর গ্রীন জামালপুর। জামালপুর শহরকে গ্রিণ অ্যান্ড ক্লিন শহর হিসেবে দেখতে চাই, এজন্য যা যা করার প্রয়োজন সবই করা হবে। এরই ধারাবাহিকতায় জামালপুরে মানুষকে সচেতন করার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা সহ বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।











মন্তব্য