আব্দুল্লাহ মারুফ চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭ চট্টগ্রাম নোয়াখালীর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি বেলালকে চট্টগ্রাম বন্দর গোসাইল ডাঙ্গাএলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব ৷আসামি বেলাল নোয়াখালী জেলার -হাতিয়া থানার আলী বাজার বয়ারচর আবুল বাশার এর ছেলে বলে জানা গেছে ৷চট্টগ্রাম র্যাব -৭ নের, সিনিয়র পরিচালক, নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, নিহত ভিকটিম সুমী আকতার এবং ইয়াছিন মাহমুদ ওরফে বেলাল গত ২৬ জুন ২০২০ ইং তারিখ ইসলামি শরীয়া মোতাবেক পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। স্বামী ইয়াছিন মাহমুদ বেলাল ব্যবসার জন্য ভিকটিমের পরিবারের নিকট ০১ লক্ষ টাকা দাবি করলে ভিকটিমের সুখের কথা বিবেচনা করে দাবিকৃত টাকা প্রদান করে। পরবর্তীতে ইয়াছিন মাহমুদ বেলাল ,তার স্ত্রীর নিকট আরোও ০২ লক্ষ টাকা যৌতুক দাবি করলে ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করে। দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে গত ০৩ জুলাই ২০২২ ইং তারিখ স্বামী ইয়াছিন মাহমুদ @ বেলাল ক্ষিপ্ত হয়ে ৬ মাসের অন্তঃসত্তা স্ত্রী’কে এলোপাতারি মারপিট করতে থাকে একপর্যায়ে ভিকটিমের তলপেটে লাথি দিলে ঘটনাস্থলে ভিকটিম মৃত্যুবরণ করে।উক্ত নৃশংস হত্যার ঘটনায় নিহত ভিকটিমের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে নোয়াখালী জেলার হাতিয়া থানায় ০৫ জন’কে আসামি করে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন হত্যা মামলার দায়ের করেন। যার মামলা নং-১৫/৯০, তারিখ-৩০ জুলাই ২০২২ ইং র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে- হত্যা মামলার প্রধান আসামি ইয়াছিন মাহমুদ ওরফে বেলাল,আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭,চট্টগ্রাম এবং র্যাব-২, ঢাকা এর যৌথ অভিযানে গত ২৯ জানুয়ারি ২০২৪ ইং তারিখ উল্লেখীত স্থানে অভিযান পরিচালনা করে আসামি ইয়াছিন মাহমুদ বেলাল (৩৫), কে গ্রেফতার করে ৷পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান পলাতক আসামি ইয়াছিন আরাফাত বেলাল এবং নিহত ভিকটিমের স্বামী মর্মে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নোয়াখালী জেলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য