২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ। রাজশাহীর পদ্মায় ‘বিলুপ্ত’ কুমির! আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে পবার বিউটি হত্যা মামলায় মিলল এক আসামির স্বীকারোক্তি চারঘাটে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার চারঘাটে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোদাগাড়ীতে সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> এক্সক্লুসিভ >> খেলাধুলা >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • ল্যাজিওকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার
  • ল্যাজিওকে উড়িয়ে দিয়ে ইতালিয়ান সুপার কাপের ফাইনালে ইন্টার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আন্তর্জাতিক ডেক্স

    ল্যাজিওতে ৩-০ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল পার্কে আগামী সোমবার ফাইনালে নাপোলির মোকাবেলা করবে ইন্টার।মার্কোস থুরাম, ডেভিড ফ্রাত্তেসি ও হাকান কালগানগ্লুর গোলে সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টারের জয় নিশ্চিত হয়। সিমোনে ইনজাগির বর্তমান চ্যাম্পিয়ন দল ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্কতার সাথেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে চায়। বৃহস্পতিবার নাপোলি ফিওরেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা ম্যাচ শেষে বলেছেন, ‘এটা সত্যিই দারুন একটি পারফরমেন্স ছিল। সব পজিশনেই আমরা নিজেদের প্রমান করেছি। আজ সবাই বল চেয়েছে। আমরা ম্যাচটি বেশ উপভোগ করেছি, এটাই গুরুত্বপূর্ণ। এই ধরনের মানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’ক্যারিয়ারে ইনজাগির সামনে এখন রেকর্ড পাঁচবারের মত সুপার কাপ জয়ের সুযোগ। একইসাথে সোমবারের ম্যাচে জিততে পারলে এটি হবে তার সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা। ১৯৯২-৯৪ সালে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসি মিলানের পর দ্বিতীয় দল হিসেবে ইন্টারের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।ইনজাগি বলেছেন, ‘আমরা ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলাম। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমরা ফাইনালে উঠেছি, এটাই লক্ষ্য ছিল। এখন আমাদের সামনে নাপোলি পরীক্ষা। যা সত্যিই কঠিন হতে যাচ্ছে।’আগামী কয়েক সপ্তাহে সিরি-এ লিগে জুভেন্টাস ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’তে এ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে ইন্টার। যে কারনে সুপার কাপে ভাল করাটা জরুরী ছিল।কাল ম্যাচের শুরু থেকেই ল্যাজিওকে আগোছালো মনে হয়েছে। যে কারনে ম্যাচটি একপেশে হয়ে উঠেছিল। এই ম্যাচে ইন্টারের পারফরমেন্স ফাইনালে নাপোলির বিপক্ষে তাদের ফেবারিট করে তুলেছে। ইন্টার অনেক সুযোগই তৈরী করেছে। বারেলা ও লটারো মার্টিনেজের শট পোস্টে না লাগলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো। সৌদি আরবের সমর্থকদের সামনে ল্যাজিও কোন প্রতিরোধই গড়তে পারেনি। তাদেওর দেখে মনে হয়েছে এই ম্যাচটির প্রতি তাদের কোন আগ্রহই নেই। নাপোলি ও ফিওরেন্টিনার ম্যাচটিতে স্টেডিয়ামের প্রায় অর্ধেক অংশ খালি থাকলেও কাল ছিল তার পুরো বিপরীত চিত্র। যার মধ্যে ইন্টারকেই বেশী সমর্থণ করতে দেখা গেছে।১৭ মিনিটে থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার। ৫০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন কালহানগ্লু। ৮৭ মিনিটে হেনরিক মাখিটারিয়ানের এ্যাসিস্টে দলের বড় জয় নিশ্চিত হয়। এবারই প্রথমবারের মত সুপার কাপে চার দল অংশ নিচ্ছে। গত মৌসুমের সিরি-এ লিগের শীর্ষ দুই দলের সাথে ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট সুপার কাপে খেলার যোগ্যতা অর্জণ করেছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page