আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।
নোয়াখালীর চাটখিলে পুলিশ অভিযানে ইয়াবা ব্যবসায়ী জাভেদ হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত জাবেদ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা হাওলাদার বাড়ীর বেল্লাল হোসেন বাবুলের ছেলে।রবিবার (১৪জানুয়ারী) সকালে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টায় চাটখিল-চিতৌষী সড়কে বানসা এছাক মাস্টারের বাড়ির সামনে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে থেকে আটক করা হয়।এসআই মিঠুন চন্দ্র শীল বলেন সোমবার।রাত অনুমান সাড়ে সাতটা বিশেষ অভিযান করিয়া উপজেলার বানসা পাঁকা রাস্তার উপর জাবেদ হোসেনের গতিবিধি সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। জাভেদ দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা করছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা দায়ের করা হয়।গ্রেফতারকৃত আসামিকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য