আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন গগনবাড়ীয়া নামক এলাকায় র্যাব অপারেশন পরিচালনা করে ওয়ান শুটারগান-০২টি, মোবাইল-০১টি, সীম-০২টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ জনি ইসলাম (২৭), পিতা-মোঃ মকবুল ইসলাম, সাং-গগনবাড়ীয়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন ৭নং জয়নগর ইউনিয়নের অন্তর্গত
গগনবাড়ীয়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ জনি ইসলাম (২৭) এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ধৃত আসামী মোঃ জনি ইসলাম (২৭) এর বসতবাড়ীতে র্যাবের গোয়েন্দা দল পৌঁছে ঘেরাওকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী বাড়ির ভিতরের গেট খুলে পালানোর চেষ্টা কালে ঘটনাস্থল হতে তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান রয়েছে। পরবর্তীতে তার বসতবাড়ী তল্লাশী করে তার শয়ন কক্ষের ভিতরে থাকা খাঁটের তোষকের নীচে গামছার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ওয়ান শুটারগান উদ্ধার করে।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার দূর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।











মন্তব্য