আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিহারীপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-১২৯ বোতল উদ্ধার করে এবং আসামী ১। মোঃ বারেকুল ইসলাম @ বারেক (২৭), পিতা-মোঃ ইয়াকুব আলী, সাং-বিহারীপাড়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে।র্যাব জানায় – গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিহারীপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ বারেকুল ইসলাম @ বারেক (২৭) তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই ঘটনাস্থল মাদক ব্যবসায়ী মোঃ বারেকুল ইসলাম @ বারেক (২৭) এর বসত বাড়ীতে র্যাবের টিম পৌছানো মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাকে আটক করে।ধৃত দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখলে রেখে কৌশলে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল মর্মে জানায়। তার পিসিপিআর যাচাই করে পূর্বে ০২ টি মামলা আছে বলে জানা যায়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।
মন্তব্য