আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে অবিনাশ চন্দ্র রায় নামে এক প্রতারক ভুয়া পশু চিকিৎসকের ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এসময় জব্দ করা হয় বিভিন্ন কোম্পানির উচ্চ এন্টিবায়োটিক ইনজেকশন ও ওষুধ।গতকাল মঙ্গলবার রাত ৮ টায় রনচন্ডি ইউপির অবিলের বাজারে প্রাণি পল্লী চিকিৎসক চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী ভেটেরিনারি কাউন্সিল আইনে এ জরিমানা আরোপ ও আদায় করেন।ওই ভুয়া চিকিৎসক একই ইউপির হিন্দু পাড়া গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে।বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.নাহিদ সুলতান জানান,অভিযুক্ত অবিনাশ বিভিন্ন এলাকায় নিজেকে পশু ডাক্তার হিসেবে পরিচয় দেন।এভাবে দীর্ঘদিন ধরে পশু চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে।তার কোন একাডেমিক সনদ নেই।অথচ লাম্পিস্কিনসহ বিভিন্ন রোগে প্রয়োগ করেন উচ্চ এন্টিবায়োটিক।এতে পশু গুরুতর অসুস্থ কিংবা মারা গেলে বদনাম হয় পশু সম্পদ বিভাগের।এ ধরনের ভুয়া চিকিৎসককে ধরা জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।যা অব্যাহত থাকবে।











মন্তব্য