হরি চাঁদ বাগচি, গোপালগঞ্জ (প্রতিনিধি):
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নে বরাদ্দকৃত টিসিবির পণ্য পার্শ্ববর্তী বান্ধাবাড়ি ইউনিয়নে অবৈধভাবে বিক্রয়কালে খবর পেয়ে।রামশীল ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ও স্থানীয় লোকজন নিয়ে গতকাল রাত আনুমানিক ১২টার দিকে টিসিবির পণ্য হাতেনাতে আটক করেন। জব্দকৃত পন্যের মধ্যে ছিল ২৯ বস্তা চাল ওজন ১৪৫০ কেজি, ৫৬ লিটার সয়াবিন তেল এবং ২০ কেজি মশুর ডাল। জব্দকৃত মালামাল বর্তমানে রামশীল ইউনিয়ন পরিষদে রয়েছে। এব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য বান্ধাবাড়ি গ্রামের ডিলার কাজী ইমরান এর জিম্মা থেকে জব্দকৃত মালামাল আটক করা হয় । রামশীল ইউনিয়নের টিসিবির পণ্য বিতরণের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন বিআরডিবি কর্মকর্তা হেলাল উদ্দিন।অত্র দপ্তর হতে অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিল পূর্বক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ কে জানানো হলে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। আমি বিষয় টি জানতে পেরেছি। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য