এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):
আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ২২ সেপ্টেম্বর বিকালে স্থানীয় একটি সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা এবং র্যালী অনুষ্ঠিত হয়।আজকের দর্পণ পত্রিকার মোংলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সমকালের মোংলা প্রতিনিধি মোঃ মনিরুল হায়দার ইকবাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জনকন্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধ মোঃ আহসান হাবিব হাসান, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মোঃ আবু হোসাইন সুমন,মোংলা বন্দর মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন, ৭১ টিভির মোঃ এনামুল, ETV প্রতিনিধি মোঃ আবুল হাসান, মোংলা প্রেসক্লাবের কোষাধক্ষ দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধ মোঃ শফিকুল ইসলাম শান্ত,দৈনিক অনির্বাণ পত্রিকার মোহাম্মদ ওমর ফারুক,দৈনিক আমার সংবাদের মোংলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান দৈনিক গণকণ্ঠের মোংলা প্রতিনিধি এম ইদ্রিস ইমন, সহ মোংলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মিডিয়া জগতে আজকের দর্পণ পত্রিকা সংবাদ পরিবেশনের ধরণ ও বিষয়বস্তু নির্বাচন অন্যান্য পত্রিকার থেকে আলাদা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্য দিয়ে আজকের দর্পণ পত্রিকা আগামী দিনে দেশের শীর্ষস্থান দখল করবে-এমনটিই প্রত্যাশা করছি।পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।











মন্তব্য