মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর বড় চৌরাস্তা থেকে নন্দখানাই পর্যন্ত অধিকাংশ রাস্তা থানাখন্দে ভরা। রাস্তাটি মির্জাগঞ্জ উপজেলাকে সংযুক্ত করার কারনে এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন রকমের কয়েক হাজার যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। গাড়ি উল্টে পড়া সহ বিভিন্ন ধরনের দূর্ঘটনা ঘটছে। অটো চালকরা জানান, প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাংগা রাস্তার দিয়ে যাত্রী নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় গাড়ি উল্টে পড়ে গিয়ে যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। রাস্তটির এমনিতেই বেহাল দশা, তার উপর মাল বোঝাই বড় ট্রাক চলাচলে পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান, “এই অর্থ বছরেই আমরা এই রাস্তার কাজ ধরবো।” কোনো টেন্ডার এখনও পাশ হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, “না, এখনও কোনো টেন্ডার পাশ হয়নি। তবে আমরা দ্রুতই টেন্ডার আহবান করবো এবং রাস্তার সংস্কার কাজ ধরবো।











মন্তব্য