শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক গোলাম আফছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।বিশেষ অতিথি ছিলেন ইউএনও মৌমিতা দাশ, এসিল্যান্ড মো: ফখরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন, অভিভাবক সদস্য সাংবাদিক আবুল হাসান, বিদ্যোৎসাহী সদস্য বদরুদ্দোজা ভুঁইয়া তারেক, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, অভিভাবক সদস্য মো: শাহ আলম, মজনু মজুমদার।অনু্ষ্ঠানে এ বিদ্যালয় থেকে ২০২২-২৩ সালে এসএসসিতে জিপিএ -৫ পাওয়া ৪৭জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
মন্তব্য