২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
আগুনে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ডিসি জাহিদুল সিআরএ সম্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত পিরোজপুর-২ আসনে যোগ্য প্রার্থী চেয়ে নেছারাবাদে মশাল মিছিল আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বিজিবির চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে সর্বাত্মক কাজ করবে — শামা ওবায়েদ
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> রাজশাহী >> রাজশাহী >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ
  • রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    রাজশাহী প্রতিনিধি 

    রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে।আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে রাজশাহী মহানগরীসহ জেলা। কে হবেন সভাপতি, আর কে হবেন সম্পাদক, সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার, এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে। তবে নতুন কমিটিতে যারাই আসুক তাঁরা সকলে উৎসব মূখর পরিবেশে করছেন নির্বাচন। এরই ধারাবাহিকতায় আজ মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টা থেকে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। মনোনয়ন ফরম দুপুর দুটা পর্যন্ত বিতরণ করা হয়েছে। নির্বাচন পরিচালক কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিব মীর তোফায়েল হোসেন ছন্দের নিকট থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন। এদিন বিভিন্ন পদে ১৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় ৮ সেপ্টেম্বর। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বেলা ২ টা পযর্ন্ত।
    এদিন সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তিনজন। জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম। সহ-সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করেন আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম। এছাড়াও সহ- সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন স্বদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান আল আমিন হোসেন ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মোস্তাফিজুর রহমান জীবন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর। অপরদিকে দপ্তর সম্পাদক- পদে মনোনয়ন উত্তোলন করেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি নিহাল খান ও কোষাধ্যক্ষ পদে আজকের দর্পন পত্রিকার ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস। অন্যান্য পদের মধ্যে নির্বাহী সদস্য পদে দৈনিক প্রথম কথার শফিকুল ইসলাম ইমন, সকালের সময় পত্রিকার ফটো সাংবাদিক আক্তার হোসেন হিরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।উল্লেখ্য, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভি রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী এবং চ্যানেল আই সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তাহ প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page