৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:

চুয়াডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

চুয়াডাঙ্গায় সড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ পাড়া থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। জেলার প্রায় ৫০টি স্থানে ওই উচ্ছেদ অভিযান চলবে বলে জানা গেছে। চুয়াডাঙ্গায় সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে।খুলনা সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় এ অভিযান পরিচালনা করেন। এছাড়াও সেখানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমসহ পুলিশ, ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট।
জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক সড়কের দুপাশে জায়গা দখল করে অবৈধভাবে পাকা, আধাপাকাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন স্থানীয়রা। সড়ক বিভাগ নোটিশ ও মাইকিং করে স্থাপনাগুলো সরিয়ে নিতে বললেও অবৈধ দখলদাররা তা সরিয়ে নেননি। তাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়; চলবে শুক্রবার পর্যন্ত। খুলনা সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, সরকারি জায়গায় কোনোভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করা যাবে না। এ সব স্থাপনার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। জেলার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খুঁটি দিয়ে সড়কের জায়গাগুলো চিহ্নিত করা হবে।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page