আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে স্তুপকৃত বালুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার বিকালে বাহাগিলী ইউনিয়নের কারবলার ডাঙ্গা সংলগ্ন চাড়ালকাটা নদী খননের বালুর স্তুপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।এলাকাবাসি জানান, স্তপকৃত বালুর নিচ থেকে শিয়াল লাশটি বের করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খরব দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।লাশের মুখে দাড়ি আছে।পড়নে কোন কাপড় নেই।গায়ের চামড়া ফোঁসকা পড়েছে।কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর এসএম শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলেই রয়েছি।লাশের সুরতহাল করা হয়েছে।এখনো পরিচয় সনাক্ত হয়নি। ঘটনাস্থল থেকে লাশ থানায় নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।











মন্তব্য