মোঃ জুয়েল রানা, কলমাকান্দা, নেত্রকোণা (প্রতিনিধি)
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে আজ ১৮ ই আগস্ট শুক্রবার সকালে আগুন লাগার খবর পাওয়া গেছে।এলাকাবাসী মোঃ নুরুল মিয়া বলেন আজ সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে হঠাৎ দেখি এনামুল হক (পাখির) দোকান থেকে দোয়া বের হচ্ছে পরে লোকজনকে ডাকাডাকি শুরু করি এবং দেখি হঠাৎ আগুন ধরেছে।পরে দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করি।স্থানীয়রা আরো জানায়, আগুন লাগার খবর শুনে লেংগুড়া বিওপির বিজিবি এবং স্থায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কলমাকান্দা ও দুর্গাপুর এক সাথে কাজ করে প্রায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আগুনে পুড়েছে প্রায় ২১ টি দোকান এবং প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।এলাকাবাসী জানায় লেংগুড়া বাজার ব্যাবসায়িক মোঃ মনোয়ার হোসেন মনুর পাইকারি বিক্রেতার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে, আমিজম উদ্দিন কাপড়ের দোকান প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, বেলায়েত মৃধা শুভ প্রায় ১২ লক্ষ্য মাসুদ মিয়া প্রসাধনীর দোকান প্রায় ১৫ লক্ষ্য টাকা, খুচরা বিক্রেতা দেলোয়ার হোসেন প্রায় ৭ লক্ষ্য টাকা, কাপড় বিক্রেতা পাখির দোকানে প্রায় ১৫ লক্ষ্য খুচরা বিক্রেতা রহিম আলীর দোকানে প্রায় ১৫ লক্ষ্য টাকা সহ প্রায় দুটি কোটি টাকার ক্ষতি হয়েছে।লেংগুড়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মিলন মিয়া বলেন আমাদের লেংগুড়া বাজারে হঠাৎ আগুন লেগে ২১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।এলাকাবাসী বলেন ফায়ার সার্ভিস যদি সময়মতো আসতে পারত তাহলে ক্ষতির পরিমাণ কম হতো।কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃশাজাহান বলেন, লেংগুড়া বাজারে আগুন লাগার খবর পেয়ে আমিসহ আমার টিম দ্রুত ঘটনাস্থলে আসি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে কলমাকান্দা ফায়ার সার্ভিস ইউনিট ও দূর্গাপুর ইউনিট মোট দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের উৎপত্তি। আমরা তদন্ত করে মূল কারণ জানতে পারবো।
মন্তব্য