মোঃ সজিব উদ্দিন জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>
চুয়াডাঙ্গায় ৭৫ কোটি টাকা ব্যয়ে রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার আজ (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের একাডেমি মোড়ে ও ঝিনাইদহ বাস্ট্যান্ড এলাকার উভয় প্রান্তে ভিত্তিপ্রস্তর উন্মোচন ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন। সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারনে দেশ আজ উন্নয়নের মহাসড়কে উঠেছে। এই ফ্লাইওভার নির্মাণ শেষ হলে চুয়াডাঙ্গার দৃশ্য পাল্টে যাবে।৪১৯ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থ্যের ওভারপাস নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ১১ লাখ ৭ হাজার টাকা। ওভারপাসে সর্বমোট ১৩ টি স্প্যান থাকবে। আগামী ২০২৪ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ঢাকার বনানীর ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
মন্তব্য