আনোয়ার হোসেন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ”
আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত”এ স্লোগানে নীলফামারীর কিশোরগঞ্জকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়তে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার অভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট বুধবার বিকেলে রনচন্ডি স্কুল এন্ড কলেজের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতার ওই স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বাল্যবিবাহের কূফল ও প্রতিরোধের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, ইউএনও নুর-ই- আলম সিদ্দিকী’,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরুল আমিন শাহ্, রনচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, এপি ম্যানেজার পিকিংচাম্বুগং প্রমুখ।আরো উপস্থিত ছিলেন,এপি’র প্রোগ্রাম অফিসার,দোলন কূবি,আনোয়ার হোসেন,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজু আহম্মেদ ও আশরাফুল হক।এ সময় বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এতে স্কুলটির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেও বাল্যবিয়ের পিঁড়িতে বসবেননা অন্যকেও বসতে দিবেন না এমন অঙ্গিকার করেন।











মন্তব্য