আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনে নিরলসভাবে কাজ করছে নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম (এপি),ওয়াল্ড ভিশন বাংলাদেশ।এ নিয়ে সংস্থাটি মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলাস্থ্য এপির হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেন।এপি ম্যানেজার পিকিং চাম্বুগং এর সভাপতিত্বে এতে কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুল মান্নান,সহ-সভাপতি ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি কাওছার হামিদ,সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের কর্মরত সাংবাদিকদ্বয় উপস্থিত ছিলেন।এসময় পিকিং চাম্বুগং প্রজেক্টরের মাধ্যমে হতদরিদ্র শিশু পরিবারের জীবনমান্নয়নে নানা দিক তুলে ধরার পাশাপাশি বাল্যবিয়ে মুক্ত উপজেলা গঠনে তাদের গৃহিত কর্মকান্ড তুলে ধরেন।তিনি আরো বলেন,বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি।সুস্থ ও মেধাবি জাতি গঠনে সবচেয়ে বড় বাধা।এ বাধা একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়।তাই বাল্যবিয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে বাল্য বিয়ে এখনই বন্ধ করতে হবে।এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা ও জোড়ালো ভূমিকা রাখার আশা প্রকাশ করেন। সাংবাদিকেরাও বাল্যবিয়ে নিরসনে মূখ্য ভূমিকা পালন করার জন্য একাত্মতা ঘোষণা করেন।
মন্তব্য