মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।সোমবার (২৪ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা বন বিভাগের সহয়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, পরিত্যক্ত ঘরে সাপটি দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করি। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। তবে এ সাপটি ওই জনবহুল এলাকায় কিভাবে গেলো সেটাই ভেবে পাচ্ছি না। সাপটি ওই এলাকার বেশ কিছু গৃহস্তের হাঁস ও মুরগি খেয়ে ফেলেছে।কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি জানান, এনিমেল লাভারসের সদস্যরা সাপটিকে উদ্ধার প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আমরা সাপ উদ্ধারে তাদের সহযোগিতা করেছি। এর আগেও তারা সাপ, বানর ও পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। আমরা তাদের কাজকে স্বাগত জানাই। তবে সাধারণ মানুষকে বন্যপ্রাণী দেখলে না মারার অনুরোধ করছি।
মন্তব্য