মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>
চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. কিসিঞ্জার চাকমা। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন দেওয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনে মেহেরপুরসহ আরও ৮টি জেলার জেলা প্রশাসক পদায়ন দেওয়া হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব মো. ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. আবু জাফর রিপনকে মুন্সীগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহেনা আকতারকে মানিকগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গার ডিসি নিয়োগ দেয়া হয়েছে।এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। চুয়াডাঙ্গার বর্তমান জেলা প্রশাসক এ জেলায় ২০২২ সালের ১৩ই জানুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করেন।চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা খাগড়াছড়ি জেলার কৃতী সন্তান। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ২৭তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। ২০০৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে চাকরিতে প্রবেশ করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হবিগঞ্জ জেলায় যোগদান করেন। পরে ফেনিতে সহকারী কমিশনার (ভূমি) এবং ফুলগাদি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ফুলগাদি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালেই জাপানে উচ্চশিক্ষার সুযোগ পান। জলবায়ু ও বাস্তু ব্যবস্থাপনায় তিনি জাপান থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মন্তব্য