নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধি>>> কলমাকান্দা বিএনপির আহবায়ক ওবায়দুল হক বলেছেন,সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের অবসানের পর থেকে আমরা হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়িয়েছি।তাদের মনে সাহস দিয়েছি।আমরা মনে করি,সংখ্যালঘু বলে দেশে কিছু নেই, সবাই দেশের নাগরিক।কলমাকান্দা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করে তাদের সহযোগিতা করে যাচ্ছি।হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের পাশে বিএনপি সবসময় রয়েছে।হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা,সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপি নেতাকর্মীরা।দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই,এ দেশেরই নাগরিক আমরা।তিনি মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে খারনৈ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শনকালে এসব কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ওবায়দুল হক নেতৃবৃন্দ বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করে তাদের নিরাপত্তার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে স্বাধীনভাবে চলাফেরাসহ স্বাভাবিক জীবনযাপনের জন্য অভয় দেন।তা ছাড়া সব রকম বিপদে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য