৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> জামালপুর
  • হাজারো লোকের শ্রদ্ধা ও ভালোবাসায় জামালপুরের প্রবীণ সাংবাদিক এম সুলতান আলমের দাফনকার্য সম্পন্ন
  • হাজারো লোকের শ্রদ্ধা ও ভালোবাসায় জামালপুরের প্রবীণ সাংবাদিক এম সুলতান আলমের দাফনকার্য সম্পন্ন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    ডা. আজাদ খান ময়মনসিংহ বিভাগীয় প্রধান >>> জামালপুর পৌরসভার লাঙ্গলজোড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের বড় ছেলে, প্রেসক্লাব জামালপুরের সদস্য এবং বাংলাদেশ টুডে’র জামালপুর জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম সুলতান আলম আজ (২৮ জানুয়ারি) রাত ১:৩০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রীসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের লাঙ্গলজোড়া রেলগেইট জামে মসজিদ সংলগ্ন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের আগে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তৃতা করেন:জাতীয় পার্টির জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, খনিজ ও জালানি মন্ত্রণালয়ের উপ-সচিব রুবাইয়ের খান, মরহুমের ছোট ভাই হাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, এলাকার মুরুব্বি আকরাম হোসেন খান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, মৃতের ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক কামাল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, সাংবাদিক আনোয়ারুল ইসলাম মিলন প্রমুখ।বক্তারা মরহুম সাংবাদিক এম সুলতান আলমের দীর্ঘ সাংবাদিকতা জীবনের ওপর স্মৃতিচারণ করেন।মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান সাংবাদিক ডা. মো. শফিকুল ইসলাম আজাদ খান এবং জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন ।জানাজা নামাজ পড়ান লাঙ্গলজোড়া রেলগেইট সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতিকুর রহমান নোমান। জানাজা নামাজ শেষে মরহুম এম সুলতান আলমের দাফন জামালপুর পৌর গোরস্থানে সম্পন্ন হয়।উল্লেখ্য, সাংবাদিক এম সুলতান আলম দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং জামালপুর জেনারেল হাসপাতাল ও ঢাকা শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বাড়িতে যাওয়ার পরামর্শ দেন। গতকাল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page