১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী 
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কুমিল্লা >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • হাজারো মানুষের অশ্রু সিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) মাহফিল
  • হাজারো মানুষের অশ্রু সিক্ত মোনাজাত আর আমীন আমীন ধ্বনিতে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) মাহফিল

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমীন বিশেষ প্রতিনিধি,

    দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির কামনা, ও আল্লাহর রহমত আর মাগফেরাত আশায় মদিনা জামাতের হযরত পীর সাহেব হুজুরের অশ্রুসিক্ত ও হৃদয়বিদারক মুনাজাত আর হাজারো মানুষের আমীন আমীন ধ্বনিতে আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে মদিনার জামাতের উদ্যোগে বাৎসরিক দোয়ার মাহফিল।মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয়,কামাল্লা, মুরাদনগর কুমিল্লায়, আজ মঙ্গলবার ১৩ ই ফেব্রুয়ারি সকালে বিদায়ী নসিহত ও দীর্ঘ মোনাজাতের মাধ্যমে বাৎসরিক এ মাহফীলের সমাপ্তি ঘোষণা করা হয়,
    মাহফিলে কামাল্লা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ও , মদিনার জামাতের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপাল পীরজাদা শাহ্,আ, ন, ম, সাইফুর রহমান খন্দকার ও পীরজাদা মাও,হেদায়েত উল্লাহ খন্দকারের পরিচালনায়
    মদিনার জামাতের কর্নধার কামাল্লার হযরত পীর সাহেব হুজুরের সভাপতিত্বে, হাজার হাজার, মুসল্লির উপস্থিতিতে মদিনার জামাত বাংলাদেশের আমীর, আমীরে শরীয়ত, পীরে কামেল শাহশুফী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের গুরুত্বপুর্ণ নসিহত তালিম দোয়া ও মোনাজাতের মাধ্যমে আজ সকালে সমাপ্তি হলো পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে বাৎসরিক জিকির, তালিম ও দোয়ার মাহফিল,
    মাহফিলে সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত,
    জিকির ও জিকির ও তালিম এবং বয়ান পেশ করেন , পীরজাদা মাওলানা সাইফুর রহমান খন্দকার, ও পীরজাদা মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকার, প্রফেসর ড.আহসান উল্লাহ, সাবেক ভাইস চ্যান্সেলর – ইসলামী আরবী বিশ্ব বিদ্যালয়।, বিশিষ্ট আলেমে দ্বীন,কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর আলহাজ্ব হযরত মাওঃ মোঃ মহসীন কবির ইউসুফী আলোচক দেশ টিভি ঢাকা,হজরত মাওঃ হাবিবুল্লাহ্ বেলালী খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ মহাদেশ কাজী মোহাম্মদ শরিফ উল্লাহ্, মাওলানা মাহমুদুল হাসান জসিম সহ বহু পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল সহ মদিনার জামাতের হুজুরের খলিফা, মোবাল্লেগ সহ আরও অনেক শিক্ষক ও আলেম ওলামাবৃন্দ ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেন।বাংলাদেশ নূরে মদিনা ছাত্র কাফেলার তত্ত্বাবধানে, বক্তাগণ তাদের বক্তব্যে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং মদিনার জামাতের হাদিয়া তেলোয়াত, ও মদিনার জামাতের আদর্শ মেনে আল্লাহর রাজি ও সন্তুষ্টি অর্জন করার আহবান জানান,এ সময় উপস্থিত ছিলেন কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, জামেয়া হাবিবিয়া সুন্নিয়া দ্বিনিয়া মাদ্রাসা,দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা, আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার অসংখ্য ছাত্র-শিক্ষকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লিরা,
    পরিশেষে আজ সকাল আটটায় হাজারো মানুষের চোখের পানি,আর কান্নায়, দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা ও মদিনার জামাতের আশেকিন ও সালেকিন সহ সকল কবরবাসির রুহের মাগফেরাত কামনায় করে হযরত পীর সাহেব হুজুরের বিশেষ এক দীর্ঘ অশ্রুসিক্ত মোনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page