মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
কোনো একদিন নিজ শিক্ষা প্রতিষ্ঠানের
ছোট ক্যাম্পাসে প্রিয় শিক্ষাগুরুদের নিমন্ত্রণে
হয় তো হবে সব বন্ধুর দেখা,
রয়েছি তো সবাই সু শিক্ষায় শিক্ষিত হতে
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে,কাছে থাকার পরেও মনে হয় মাঝে আছে সীমানার রেখা।
সবাই মিলে একসাথে হঠাৎ কোনো একদিন আড্ডায় কতোই না জড়িয়ে ছিল পুরোনো দিনের হাজারো
জানা অজানা নানান স্মৃতি।
বন্ধুত্বের মাঝে ছিল না কখনো ধন্যবাদ, ছিল না কখনো দুঃখীত, মনেরও বারান্দায় ঘুরে বেড়ায় পুরোনো স্মৃতিগুলো,স্মৃতির আলপনায় মনে পড়ে বন্ধুদের এটাই তো বন্ধুত্বের বাঁধনে নিয়ম নীতি।
সব বন্ধুরা একত্রিত হলে জানা হয় কোথায় আছিস কেমন আছিস চলছে কেমন তোদের পড়াশোনা?
নেই তো এখন নিদিষ্ট স্থানে সবাই একসাথে, সবার কথা পড়লে মনে, মন ভেঙে হয় আনমনা।
একসাথে কিছু সময়ের আড্ডায় ঘড়ির কাটা যেন করে না অপেক্ষা চলছে নিজের গতিতে,
সময়গুলো যেন চলে যায় জীবন থেকে,ফিরে না কখনো
কোনোসময় এটাই আছে রীতিতে।
স্মৃতির আলপনায় বন্ধুরা রবে হৃদয়ে সারাজীবন হবে না তো একটুখানি দেখা রোজ,
ভালো থাকিস বন্ধুরা সবাই,সময়ের ফাঁকে একটুখানি কষ্ট করে নিস সব বন্ধুদের খোঁজ।
মন্তব্য