১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোলায় ওসি ও এসআইর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ : প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে আফগানিস্তান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত রাজশাহীতে ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ চোরের দশ দিন গৃহস্থের এক দিন   কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড  শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী 
  • প্রচ্ছদ
  • খুলনা >> জাতীয় >> দেশজুড়ে >> নড়াইল
  • সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব
  • সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) সোহেলকে নিয়ে চোরাকারবারিদের গুজব

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেস্ক >>> সিলেট মেট্রোপলিটন ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) এর সোহেল রেজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে একটি অডিও রের্কড ভাইরাল হয়েছে।কিন্তু রহস্যজনক হলেও সত্য যে অল্প সময়ের ভেতরে সেই অডিও রের্কড আবার উদাও হয়ে গেছে। এনিয়ে সিলেটে তোলপাড় সৃষ্টি হয়েছে।তবে অনূসন্ধ্যানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

    জানা গেছে,সিলেট-তামাবিল হাইওয়ে রোড দিয়ে যানবাহনে করে যে সকল অবৈধ ভারতীয় চোরাই পণ্য দেশের বিভিন্ন প্রান্থে ছড়িয়ে দেয়া হচ্ছিল সেই চোরাকারবারি সদস্যদের গলার কাটাঁ হয়ে দাঁড়িয়েছিলেন ওই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।তিনি যোগদানের পর থেকে ওই রাস্তা দিয়ে চলাচলরত চোরাকারবারি সিন্ডিকেটদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান দিয়ে আসছিলেন।এই পর্যন্ত প্রায় অর্ধশতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে তার নেতৃত্বে।অনূসন্ধ্যানে এমনটি সত্যতা মিলেছে তিনটি থানা পুলিশরে সংশ্লিষ্ট সূত্রে।

    আরও জানা যায় দীর্ঘদিন চাকুরি জীবনে তিনি কোন অন্যায়কে প্রশ্রয় দেননি। অনেক অসাধূ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ছিলেন সোচ্চার।এতে অনেক কতিপয় অসাধু ঘুষখোর পুলিশ সদস্য নির্বাক হয়ে তাকিয়ে থাকতো।অনেককে আবার শাস্তির আওতায় এনেছেন বলেও অনূসন্ধ্যানে জানা যায়।ওই কতিপয় অসাধু পুলিশ সদস্যরা কিছু হলুদ সাংবাদিকদের পকেট মানি করে চোরাই সদস্যদের শেল্টার দিয়ে আসছিলেন। বর্তমান শাহপরাণ (রহ.) পুলিশ ফাঁড়ির আইসি যোগদানের পর চোরাই পণ্যসহ জড়িতদের আইনের আওতায় আনতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে দায়িত্ব অবহেলার কারনে সাবেক আইসি’কে সেখান থেকে সরিয়ে তাকে সিলেট মেট্রোপলিটন (ডিবি) গোয়েন্দা পুলিশে বদলি করা হয়।এছাড়াও আরও একাধিক অসাধু পুলিশ সদস্যের দিকেও কড়া নজর ছিলো ডেপুটি পুলিশ কমিশনার সোহেল রেজার। ইদানিং আন্দোলনের তাপদাহে থানা পুলিশে অনাকাংখিত কিছু ঘটনা ঘটায় প্রকাশ্যে দিবালোকে চোরাকারবারীরা ফের চাঙ্গা হয়ে উঠেছে। এই সূযোগ কাজে লাগিয়ে ফায়দা লুঠতে তারা ভূইফোড় আজব-গুজব, মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত কিছু তথ্য সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছে।অসাধু গোষ্ঠির একটাই লক্ষ্য গুজব ছড়িয়ে দিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের নজরে ফেলা গেলে তাকে কোনভাবে সেখান থেকে বদলি করা যায় তাহলে তাদের সৌভাগ্যের দোয়ার খুলে গেলও। ওই সৎ নিষ্টাবান পুলিশ কর্মকর্তাকে বির্তকিত করতে এর আগেও সিন্ডিকেট গোষ্টি হেডকোয়ার্টার অব পুলিশে গোপনে জোর লোবিং চালিয়েছিল বলে ভয়াবহ তথ্য মিলেছে অনূসন্ধ্যানে। এদিকে যে ব্যক্তির ফেসবুক আইডি থেকে শনিবার ভূইফোঁড় অডিও রের্কড ফাঁস করা হয় শেষ পর্যন্ত অল্প সময়ের ভেতরে সেই লিংক গায়েব হয়ে যায়। সারা দেশে আইনের শাসন যখন সংস্কার প্রতিষ্ঠার কাজ চলছে ঠিক সেই সময়ে কুচক্রি মহল ঘটনাকে ভিন্ন পায়তারায় নেওয়ার অপচেষ্টায় লিপ্ত।

    এই ব্যাপারে ডেপুটি পুলিশ কমিশনার সোহেল রেজার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সৎপথে চলতে গিয়ে যদি চাকুরী হারাতে হয় এতে কোন দুঃখ নেই। তিনি আরও বলেন, পুলিশে যারা চাকুরি করেন সেখানে সবাইতো খারাপ না তাই বলে কি আমার বাকস্বাধীনতা হরণ করা হবে। এছাড়া আমি এগুলো নিয়ে ভীত নয় কারন কারো সাথে আমি এরকম কোন কথা বলিনি। এসময় তিনি বলেন, গণমাধ্যম হলো স্বাধীন তাই আশা করবো আপনি সত্যতা যাচাই-বাচাই করে সংবাদ পরিবেশন করবেন। তিনি বলেন, আমার চাকুরী জীবনে কিছু করতে পারিনি তার একমাত্র কারন হলো আমার সততা।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page