আব্দুল্লাহ আল মারুফ,সাতকানিয়া চট্টগ্রাম ।।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়া (সাঙ্গু) সাংগঠনিক থানাধীন কালিয়াইশ ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের ৫ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর আলহাজ্ব আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে ও আলহাজ্ব আবুল বশর জিহাদীর সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অথিতি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার শুরা সদস্য ডাক্তার আবদুল জলিল, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানার সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ ইলিয়াছ, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব সোলাইমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ, আলী আহমদ খান ভাসানীর সুযোগ্য সন্তান অধ্যাপক শওকত হোসেন বাবু, সিনিয়র শিক্ষক হাসান আলী, শিক্ষক প্রতিনিধি রিয়াজুর হক, মোস্তফা কামাল, অভিভাবক সদস্য সুধীর কান্তি দাশ।উপস্থিত ছিলেন- খাগরিয়া ৯ নং ওয়ার্ডের মেম্বার বেলাল হোসেন, শ্রমিক কল্যানের সভাপতি মাহফুজুর রহমান, মোঃ আবদুল কাদের, ছাত্র শিবিরের সাথী ফয়সাল মাহমুদ, শিবির কর্মী রাকিব প্রমূখ।
প্রধান অতিথি ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ। এভাবে জনকল্যাণ ও মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় প্রধান অতিথি বিদ্যালয়ের মাঠে, রেললাইনের পাশে কয়েকটি বৃক্ষরোপণ করেন।
কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব আবুল বশর ছিদ্দিকী বলেন, জামায়াতে ইসলামী কালিয়াইশ ইউনিয়ন শাখা শিক্ষার্থীসহ পাড়া-মহল্লায়, রাস্তার দুই পাশে, রেললাইনের পাশে অন্তত ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচি আগামী ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে বলেন।জনকল্যাণমুলক কাজে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সবসময় অন্যের থেকে এগিয়ে থাকে।
মন্তব্য