চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের এক সময়ের বহুল আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার অনেক মামলার আসামী জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারকে পুলিশ গ্রেফতারের ৬ ঘন্টা পর সাতকানিয়া থানার ওসি রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্ধর্ষ শিবির ক্যাডার জমিরকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্ঠি হয়েছে। জমিরকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ এম.এ মোতালেব এমপি’র হস্তক্ষেপের অভিযোগের কথা জানা গেলেও এমপি মোতালেব অভিযোগ অস্বিকার করে বলেন, চলমান সংকটের শুরুতেই আমি নিজে থানায় গিয়ে এলাকার সব ধরনের দাগী অপরাধী, সন্ত্রাসী ও বিশৃংখলা সৃষ্ঠিকারীদের গ্রেফতার করে আইনে সোপর্দ করতে ওসিকে বলে দিয়েছি, এমতাবস্থায় থানা থেকে কোন অপরাধীকে ছাড়িয়ে আনতে আমি হস্তক্ষেপ করার অভিযোগ করলে তা প্রতিহিংসা ও সড়যন্ত্র বলে উল্লেখ করেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটণ সরকারের বিরুদ্ধে,এমটাই অভিযোগ করেছেন স্হানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা।এই ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।ঘটনার বিবরনে জানা যায়, গত ১৯ জুলাই ছাত্রদের কোটা আন্দোলনকে পুঁজি করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা এলাকায় দুষ্কৃতকারীদের গ্রেফতারের অভিযানে নামে সাতকানিয়া থানা পুলিশ।এ সময় আলোচিত দুধর্ষ শিবির ক্যাডার সাতকানিয়া সদর ইউনিয়নের জমির উদ্দিন প্রকাশ জমির মেম্বারসহ জামায়াত বিএনপির আরো ৮/১০ জনকে শুক্রবার সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে। পরে আটককৃতদের মধ্যে জমির মেম্বারসহ ৪/৫ জনকে সাতকানিয়া থানার ওসি রহস্যজনকভাবে রাতের আঁধারে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেন স্হানীয় আওয়ামী লীগের নেতা কর্মিরা। এ নিয়ে শুরু হয় এলাকায় তোলপাড়।এ ব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জমির মেম্বারকে আটকের বিষয় স্বীকার করে বলেন, তাকে আটক করে থানায় নিয়ে আসলে স্হানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থানায় এসে জমির মেম্বার আওয়ামী লীগের একজন প্রকৃত নেতা দাবী করে তাদের জিম্মায় থানা থেকে ছাড়িয়া নিয়ে যায়।এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
মন্তব্য