আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় বেশ কয়েকটি বিদেশি বন্দুক,বিশ রাউন্ড গুলি ও দুইটি রাম দা সহ মোহাম্মদ ইফতেখার (২৮)নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃত ইফতেখার(২৮) উপজেলার ৯ নং পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি গ্রামের- ০৪ নম্বর ওয়ার্ডের দৌলত শাহ পাড়ার দারোয়ান ইউনুস এর ছেলে।
আজ রবিবার(০৪ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের দৌলত শাহ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে উক্ত আসামির স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ির পাশের ছাগলের খামার থেকে উক্ত অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মঞ্জুর উল হক বলেন,গ্রেপ্তারকৃত এলাকার এই অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।ইতিপূর্বেও একই এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছিল।











মন্তব্য