নিজস্ব প্রতিবেদকসাইফুল ইসলাম
মৌলভীবাজার জেলার জুড়ীতে সাগরনাল বন-বিট বিভাগের পাহাড় থেকে গাছ চুরি হয়েছে। সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার সাগরনাল বিটের (১৩) নাম্বার থেকে গাছ রাতের আঁধারে চুরি হয়।একটি চক্র বিক্রি করার উদ্দেশ্যে ফুলতলা কাপ্তান মিয়ার সমিলে নিয়ে যায় দশ টুকরা গাছ ১৮০ ফুট আনুমানিক বাজার মূল্য ৯০,০০০ হাজার টাকা হবে। সাগরনাল বন বিটের কমর্কতা আমিনুর রহমান তিনি বলেছেন খবর পেয়ে সেখানে গিয়ে তিন টুকরা গাছ ফুলতলার কাপ্তান মিয়ার সমিল থেকে আটক করেন। সাংবাদিকরা সাগরনাল বন বিটে গিয়ে সরজমিনে দেখতে পাই একটি গাছের টুকর। সাংবাদিকরা তখন প্রশ্ন করলেন? আরোও দুই টুকরো কোথায়? এ বিষয়ে জানতে চাইলে সাগরনাল বিটের কর্মকর্তা আমিনুর রহমান তিনি বলেন আরো দুই টুকর গাছ ঘরের ভিতরে তালা দিয়ে রাখা আছে, এবং চাবি আমার কাছে নেই।বন বিটের কর্মকর্তা আমিনুর রহমান। তিনি বলছেন,জুড়ী রেঞ্জর কর্মকর্তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ বিষয়ে জানতে চাইলে জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন , তিনি বলেছেন তিনটি টুকরা গাছ জব্দ করা হয়েছে এবং মামলাটি চলমান আছে।
মন্তব্য