মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি>>>
২০ এপ্রিল (শনিবার) সখিপুর মুক্তিবাহিনী গঠনের ৫৩তম বার্ষিকী ২০২৪ উদযাপিত হয়েছে।এদিন সকাল ১০টায় সখিপুর উপজেলা ডাকবাংলো চত্তরে সখিপুর উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এর সভাপতিত্বে এবং প্রফেসর আব্দুল আলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সখিপুর-বাসাইলের মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মুর্শদ,সখিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, এ দিবস উদযাপন কমিটির সাধাবণ সম্পাদক পৌর মেযর বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,কৃষিবিদ মকবুল হোসেন তালুকদার,মোঃ জয়নুল আবেদিন প্রমূখ।এ সময় উপস্থিত ছিলেন সা’দত কলেজের সাবেক প্রিন্সিপাল আলিম মাহমুদ,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ,প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার,সম্পাদক সাজ্জাদ লতিফ,রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক এম,এ লতিফ মিয়াসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ,ছাত্র-ছাত্রীবৃন্দ।মুক্তিযুদ্ধের মূুল প্রবন্ধ উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনি।১৯৭১ সালের ২০ এপ্রিল মাত্র ১০ জন ছাত্র-যুবককে একত্র করে মুক্তিবাহিনী গঠন করেন প্রয়াত ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব শওকত মোমেন শাহজাহান।এ ১০ জনের মধ্যে এখনো ৮ জন জীবিত আছেন,দুজন মারা গেছেন।এ বছরই এ দিবসটি গুরুত্ব সহকারে আনুষ্ঠানিকভাবে উদযাপিত হলো,এবং পরবর্তীতে প্রতিবছর এ দিবসটি উদযাপন হবে বলে বক্তারা আশ্বাস দেন।
মন্তব্য