মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি;
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখিপুরের এমপি বীর মুক্তিযোদ্ধা এড্ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) দলীয় নেতৃবৃন্দুকে সাথে নিয়ে জনসংযোগ করলেন কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ২৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টা হতে সখিপুর উপজেলার ১নং ককাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগ করছেন। ১নং কাকড়াজান ইউনিয়নের পূর্ব দিক ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডে জনসংযোগ করেছেন যে গ্রামগুলো-খুইংগার চালা, ইন্দারজানী,গোবরচাকা, বৈলারপুর, হামিদপুর, বাঘের বাড়ি, সাপিয়াচালা, দূর্গাপুর, বুড়িচালা, দিঘির চালা, তৈলধারা চৌরাস্তা ও মহানন্দপুর। এসময় এমপি জোয়াহেরুল ইসলামের সাথে ছিলেন,সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতোয়ার রহমান চেয়ারম্যান, সিঃযুগ্ন সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, চর্চাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন ,গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,বহেরাতৈল ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন,কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনছার আলী আসিফ,আওয়ামী লীগ নেতা সোহেল রানা নবু, উপজেলা যুবলীগের সিঃ যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক রাসেল আল মামুন, ও এমপির ব্যক্তিগত সহকারী এনামুল হক বিজয় সহ উপজেলা/ ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় ৩ শতাধিক নেতৃবৃন্দ। এসময় এম.পি ও সখিপুরের সকল নেতাই সখিপুরের সকল উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরেন এবং আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
মন্তব্য