৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> টাঙ্গাইল
  • সখিপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • সখিপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>>টাঙ্গাইলের সখিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় সখিপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সখিপুর ডাক বাংলো মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল খন্ড-খন্ড মিছিল নিয়ে ডাকবাংলা মাঠে সমাবেত হয়।বিশাল র‌্যালীটি সখিপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় ডাকবাংলো মাঠে মিলিত হয়।আলোচনা সভায় সখিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একাব্বর হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,বিএনপি,র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড্ আহমেদ আযম খান। এসময় আরো বক্তব্য রাখেন, সখিপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোরশেদুল ইসলাম অন্তর,সদস্য সচিব রাফেল আহমেদ,সরকারী মুজিব কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজিম ইসলাম রাসেল, সদস্য সচিব, আলআমিন শিকদার, প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাসেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মীর আবুল হাসেম আজাদ,সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গনি,যুব দলের আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ফরহাদ ইকবাল, কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল মতিনসহ উপজেলা,ইউনিয়ন, পৌরসহ সকল ইউনিটির নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন নেতা ছাত্রদেলকে বলেছিলেন বিরোধীদল দমন করতে ছাত্রলীগী ই যথেষ্ট।আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে বলবো বিরোধী দল দমনে আপনাদের কোথাও যেতে হবে না। আমরা বিরোধী দল দমনে বিশ্বাসী নই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল গঠন করেছিলেন ন্যায়ের চাবুক হিসেবে। তাই আমাদেরকে শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করতে হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page