মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর( টাঙ্গাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার(২৩ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলার বেড়বাড়ী,সকাল ৯ টায় সখিপুর থানার গেট সংলগ্ন গএলাকায় এবং সকাল ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও নিহতের স্বজনরা জানন, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরী করতো।সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখিপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাকচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।24/12/2এদিকে সকাল ৯ টায় সখিপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়।তিনি আড়াইপাড়া ছেলের শশুরের জানাযা ও কবর দিতে যাচ্চিলেন।-তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মোঃ গনি মিয়ার ছেলে।অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।সখিপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুইজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।থানার সামনে ঘটা দুর্ঘটনায় নিহতেরলাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ট্রাক ও ট্রাকের চালককে থানায় আটক করা হয়েছে।
মন্তব্য