মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>>
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া তসেরের চালা এলাকায় অবৈধভাবে মাটি কাঁটার দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার(৪মার্চ)বিকেলে আড়াইপাড়া বানিরাছিট পূর্বপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাঁটায় মো.সামাদ শিকদারের ছেলে আব্দুল মমিন শিকদার (৩০)কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদণ্ড দেওয়া হয়।এদিকে একই দিনে চতলবাইদ এলাকায় আ.রাজ্জাক নামের এক ব্যক্তি অবৈধভাবে মাটি কাঁটায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এবিষয়ে সখিপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)মঞ্জুরুল মোর্শেদ এ প্রতিনিধি সাথে কথা হলে,অবৈধভাবে মাটি কাঁটার দায়ে প্রচলিত আইনে একজনকে কারাদণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।তিনি আরও জানান,অবৈধভাবে মাটি কাঁটা বন্ধে এই রকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য