কবি- সাদেকুল ইসলাম >>>
কারখানা, হোটেল, ওয়ার্কশপ আর
স্টেশন,ফেরিঘাটে
ছোট্ট ছোট্ট শিশুদের দেখি
কাজ করে সেগুলোর মাঠে।
বয়স তাদের বেশি নয়
হবে দশ-বারো
শিশুশ্রম চলছে অবিরত,তবুও
চোখ পরেনা কারো।
এই বয়সের শিশুদের হাতে
থাকার কথা বই,খাতা
তীব্র রোদে শুকায় তনু
মাথায় থাকেনা ছাতা।
শিশুদের ভবিষ্যতের কথা ভাবার
এটাই উচিত সময়
শিশুদের দিয়ে কাজ নয় আর
ঠিকানা তাদের বিদ্যালয়।
সুশীল সমাজ, সরকার মহোদয়,
আর আপামর জনতা
শিশুশ্রম বন্ধ করার জন্য সবাইকে
হতে হবে একতা।
বিদ্যালয় হোক শিশুর জন্য
উন্মুক্ত ঠিকানা
শিক্ষার আলোয় ভড়বে সমাজ,
দেশ পিছিয়ে রবেনা।
মন্তব্য