মো নাহিদ উজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দাদনচক ফজলুল হক পিটিআইয়ের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান,সোহেল রানা, পলাশ আলী,শরিফা খাতুন ও রহিমা খাতুনসহ অন্যরা । বক্তারা বলেন,১০ম গ্রেড আমাদের দাবি নয়,আমাদের অধিকার।১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেয় ।
মন্তব্য