মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে বাড়ি ঘর ও আসবাবপত্র ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর সদাশিবপুর দক্ষিন টিকোশ গ্রামে । ভুক্তভোগী মো: আব্দুল হাকিম জানান, দীর্ঘদিন আগে আমার আব্বার নিকট থেকে আমি দেড় কাঠা জমি ক্রয় করি এবং গ্রাম্য সালিশের মাধ্যমে তা দখল করে অস্থায়ী ঘর নির্মাণ করি । কিন্তু পরবর্তীতে আমার অপর দুই ভাই সাগর আলী ও আবুল কাশেম বল প্রয়োগ করে সেই জমি অন্যত্র দখল নিতে বললে আমি তা অস্বীকার করি । আমার ন্যায্য ক্রয় ও দখলকৃত জমি থেকে আমাকে সরাতে না পেরে গত ৯ আগস্ট ২০২৩ তারা আমি ও আমার স্ত্রীকে মারপিট করে । তাতেও ক্ষান্ত না হয়ে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এবং গত ১৫ আগস্ট ২০২৩ আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী ও সন্তানকে মারপিট করে আমার একটি টিনের ঘর ও বসত ঘরের সকল আসবাবপত্র ভাংচুর ও অর্থ লুটপাট করে নিয়ে যায় । এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান তিনি । এদিকে ভাংচুর ও লুটপাটের কথা অস্বীকার করে অপর পক্ষের মো: সাগর আলী বলেন, আমার ভাই আব্দুল হাকিম যে জমিটি ক্রয় করেছে সেটি রেজমালি জমি । আমরা যাতায়াতের সুবিধার্থে তাকে অন্যত্র দখল নিতে বলেছি । এসময় উক্ত ঘটনায় তাদের পিতা মো: একরামুল হককে আব্দুল হাকিমের ছেলে কর্তৃক মেরে আহত করার অভিযোগ করেন সাগর আলী । তবে এটি সাজানো নাটক বলে জানান আব্দুল হাকিম । বিষয়টি সম্পর্কে শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রবিউল ইসলাম জানান, প্রথমত স্থানীয় ওয়ার্ড সদস্যের মাধ্যমে আমি ঘটনা সম্পর্কে অবগত হই । পরে দুই পক্ষই আমার নিকট আসার প্রেক্ষিতে আমি বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছি । ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করায় অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এএসআই মো: আলমগীর হোসেন বলেন, অভিযোগ দুটিই তদন্তনাধীন রয়েছে । তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমাধানের দায়িত্ব নিয়েছেন বলে জানতে পেরেছি ।
মন্তব্য