আব্দুল্লাহ আল মারুফ।। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। একইসঙ্গে রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহে জড়িত সন্দেহভাজন একজনের বাড়ি থেকে একাধিক এনআইডি ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) লোহাগাড়া উপজেলার ঠাকুরদীঘি ও উজিরভিটা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে লোহাগাড়া আর্মি ক্যাম্প ও পুটিবিলা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর উপস্থিতিতে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী ও ১৫ জন শিশু। অপর একটি অভিযানে আরও ৬ জন রোহিঙ্গা পুরুষকে আটক করে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।এছাড়াও, অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার বাড়ি থেকে একাধিক সিম কার্ড, জাতীয় পরিচয়পত্র (NID), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এফসিএন (FCN) কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।এ বিষয়ে লোহাগাড়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ভুয়া পরিচয়পত্র তৈরির সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।











মন্তব্য