আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামে লোহাগাড়ায় কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, মিছিলে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম। পরে তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবালও উপস্থিত ছিলেন। তিনি ইসিজি পরীক্ষার পর বলেন, জামায়াত নেতা আবুল কালাম স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
মৃত আবুল কালাম লোহাগাড়া উপজেলার তেওয়ারি খিল এলাকায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিল।
মাওলানা আবুল কালামের অকস্মিক মৃত্যুতে মিছিলে অংশ নেওয়া হা হাজারো নেতাকর্মী অসাধারণ মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন এবং পুরো বটতলী এলাকায় সুখের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি’র দায়িত্ব পালন করে আসছিলেন এবং দলের প্রতি তার নিষ্টা ও ত্যাগ সর্বজনবিদিত ছিল,জাহাজ স্থানীয় জামায়াতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন নেতাকর্মীরা
মন্তব্য