১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল চেয়ারম্যান পদ অপসারণের দাবিতে মানববন্ধন সড়ক দুর্ঘটনার কবলে দিগন্ত পরিবহন চাটখিল কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন মবক’র সিবিএ নির্বাচন ইস্যুতে ফের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ শাহেনশাহার ডগইয়ার্ড নির্মাণাধীন জাহাজে মুন্সিগঞ্জ থেকে হাটে আসা সবজি বিক্রেতার ছেলে নিহত বাইশারীতে সড়ক’র চলমান কাজ পরিদর্শনে-ইউএনও, অবৈধ বালু ও পাহাড় খেকোদের হুশিয়ারি চট্টগ্রামে বাসের চাপায় ভাই-বোনসহ নিহত ৩ আছিয়ার ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন রাঙ্গুনিয়ায় দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> অন্যান্য >> কৃষি >> সোস্যাল মিডিয়া
  • লোহাগড়ায় ক্রয়কৃত জমি দখলের পায়তারা করছে ভূমিদূস্যরা
  • লোহাগড়ায় ক্রয়কৃত জমি দখলের পায়তারা করছে ভূমিদূস্যরা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জেলা প্রতিনিধি( নড়াইল)>>>

    নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির তৈলক্ষ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদ মেম্ববরে ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের ভূমিদূস্য সহিদ মোল্যা,আনিস মোল্যাও সোহেল রানার বিরুদ্ধে। এঘটনায় আজাদ মেম্বর লাহুড়িয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন।স্থানীয় সুত্রে জানা গেছে,লাহুড়িয়া ইউপির তৈলক্ষ্যপাড়া গ্রামের মরহুম ইউসূপ মোল্যার ওয়ারেশ গণদের নিকট থেকে ১৯ নং লাহুড়িয়া মৌজার ৩৭.৫ শতক জমি বিভিন্ন সময়ে আবুল কালাম আজাদ মেম্বর ক্রয় করেন যাহার দলিল নং-১০৭৬,তাং ২৭/০২/২০০৫,১৪৯৯ তাং ২৮/০৫/২০০৬, ৩৯১৪ তাং ৩১/১০/২০১৮,৪৭৩৫ তাং ১৩/১২/১৮ইং। উল্লেখিত দলিলের জমি আজাদ মেম্বর দলিল মুলে মাঠ রেকর্ড করে ভোগ দখল করে রয়েছে।৭জুন বুধবার সকালে সরেজমিনে গেলে আজাদ মেম্বর অভিযোগ করে বলেন,আছাদ মোল্যার ছেলে শরিফুল ইসলাম .সোহেল রানা ,তবিবার রহমান,সহিদ মোল্যা ও প্রতিবেশি আনিসসহ ১০/১২ জন ভূমিদূস্য ওই জমি দখলের চেষ্টা করাসহ আমাকে বিভিন্ন সময়ে প্রাণ নাশের হুমকি ধামকি দিচ্ছে। এঘটনায় আমি লাহুড়িয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছি । এ বিষয় ইউসূপ মোল্যার ছেলে আছাদ মোল্যার সাথে জমি সংক্রান্ত বিষয় কথা হলে তিনি বলেন, আজাদ মেম্বর আমাদের ওয়ারেশ গণনের নিকট থেকে জমিক্রয় করে ভোগ দখলে রয়েছে। অপর দিকে আছাদ মোল্যার ছেলে সহিদ মোল্যা ও সোহেল রানা বলেন,আমরা ও অন্য ওয়ারেশ গণনের নিকট থেকে জমি কিনেছি তবে আমরা আজাদ মেম্বর কে কোন প্রকার হুমকি ধামকি দেইনি।এব্যাপারে লোহাগড়ার লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচাজ পরিদর্শক সেলিম উদ্দীন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনহত ব্যবন্থা নেব।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page