লালপুর(নাটোর) প্রতিনিধি: ইব্রাহিম হোসেন>>>
লালপুরে জুই খাতুন (১২) নামে এক কন্যা শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সোমবার (২৬জুন) বিকালে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের সাদীপুর গ্রামে এঘটনা ঘটে। জুই একই গ্রামের জিয়ার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, জুই দীর্ঘদিন যাবত শারীরিকভাবে অসুস্থ থাকায় নিজের উপর অভিমান করে ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি তার পরিবারের লোক বুঝতে পেরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য