রৌমারী রাজিবপুর প্রতিনিধি>>> সায়দাবাদে কোমর ভাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো আয়োজনের মাধ্যদিয়ে সায়দাবাদ নতুন কুড়ি স্পোর্টিং ক্লাবের ফাইনাল ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে৷১০ মার্চ ২০২৪ ইং রবিবার বেলা ৪ ঘটিকার সময় এই খেলা অনুষ্ঠিত হয়৷ যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এ আয়োজন করা হয়৷ উক্ত ফাইনাল খেলায় এম.জি.এস ব্রিকস ভলিবল একাদশ বনাম বাগুয়ারচর সুখ পাখি ফুটবল একাদশ মধ্যে খেলা অনুষ্ঠিত হয়৷খেলায় বাগুয়ারচর সুখ পাখি একাদশ বিজয় লাভ করে৷প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি গরু এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয় একটি বড় খাঁসি৷৫ নং যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইমান আলী ইমন রৌমারী উপজেলা চেয়ারম্যান,মজিবুর রহমান বঙ্গবাসী সাবেক উপজেলা চেয়ারম্যান,অধ্যক্ষ আমিনুল ইসলাম,প্রধান শিক্ষক মিজানুর রহমান মিজান,মিজানুর রহমান মজনু রৌমারী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী,তৌহিদুল ইসলাম কর্তিমারী হাট ইদারদার,টিএম ফজলুল হক মন্ডল সাবেক চেয়ারম্যান, শহিদুল ইসলাম শালু সাবেক চেয়ারম্যান রৌমারী ইউনিয়ন পরিষদ,মহির উদ্দিন,জিয়াউর রহমান জিয়া ইউপি সদস্য,হযরত মেম্বার,সালাম মেম্বার,জাহিদ হাসান সজীব সভাপতি যাদুরচর ছাত্রদল সহ প্রমুখ৷রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী বলেন মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নাই এজন্য যুবকদের খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করেন তিনি৷ ভলিবল খেলার আয়োজকদের তিনি ধন্যবাদ দেন এত সুন্দর একটি ভলিবল খেলার আয়োজন করার জন্য৷বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তরের মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়৷
মন্তব্য