রৌমারী রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট বাংলাদেশ গড়বো’ এ প্রতিপাদ্য নিয়ে রাজীবপুরে আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে সকাল ১০ টায় রাজীবপুর উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে শেষ করে, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।রাজীবপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এ মহড়ায় অংশ নেয়।মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,বিশেষ অতিথি ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ,রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস,রাজীবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রফেসার রফিকুল ইসলাম মুকুল,বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।











মন্তব্য