মুরাদুল ইসলাম মুরাদ রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে একটি দুর্গম চরান্চল, এখান থেকে কোন মানুষ পুলিশী সেবা নিতে থানায় যেতে হলে দুটি সোনাভরি নদী এবং বিস্তীর্ন চর পেরিয়ে যেতে হয় উপজেলা শহরে,যোগাযোগের একমাত্র বাহন মোটর সাইকেল,ঘোড়ার গাড়ী।এই দুর্গম এলাকার মানুষের পুলিশী সেবা দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে অভিনব গনমুখী পুলিশিং এর সুচনা করলেন অফিসার ইনচার্জ জনাব মো: আশিকুর রহমান পিপিএম।”অস্হায়ী পুলিশী সেবা কেন্দ্র “ব্যানারে প্রতি শনিবার তিনি অফিস চালু করেছেন কোদালকাটি ইউনিয়ন পরিষদে।ভুক্তভোগী গন পুলিশী সেবা নিতে থানার বদলে এখন আসছেন অস্হায়ী পুলিশী সেবা কেন্দ্রে।সেখানেই বসে হচ্ছে জিডি মামলা অভিযোগ।পুলিশী সেবা জনগনের দোরগোড়ায় পৌছাতে অভিনব এই গনমুখী পুলিশিং এর প্রশংসায় ভাসছে চর রাজীবপুর থানা পুলিশ! জনগন এই উদ্যোগ কে জানাচ্ছেন সাধুবাদ।এভাবে নানামুখী উদ্যোগ এর মাধ্যমে ইতিবাচক দৃষ্টি ভংগি নিয়ে এগিয়ে যাক বাংলাদেশ পুলিশ দুর হোক পুলিশ ভিতী এটাই জনগনের কামনা।স্মার্ট বাংলাদেশ এ সুচনা হোক স্মার্ট পুলিশিং।











মন্তব্য