আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে পবা হতে ২১১৫ পিস ইয়াবাসহ মোঃ উজ্জল হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর পবা থানাধীন ধোপাঘাটা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারী মোঃ উজ্জল হোসেন রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশিমইল পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে।বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি ইউনিয়ন ধোপাঘাটা বাজার থেকে দাওকান্দিগামী পাঁকা রাস্তার উপর একজন মাদক কারবারী অবৈধ মাদকদব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ উজ্জল হোসেনকে ২১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য