আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে ১৯ ডিসেম্বর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা কদমতলা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে সিআর-১০৪/২১ (শিবঃ), সিআর-৮৪২/১৯ (নবাব), সেশন-৭২৯/২০,সেশন-১৪৩০/২২, সেশন-৪১৪/২৩, সকল ধারা-এনআই এ্যাক্ট এর ১৩৮ এর ০৫ টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত (সর্বমোট ০২ বছর ০৬ মাস) পলাতক আসামী ১। মোঃ মতিন (৪৫), পিতা-মৃত সোলাইমান মুন্সি, সাং-পিঠালীতলা স্কুলপাড়া,থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করে।র্যাবের আভিযানিক দল গোয়েন্দ সূত্রে জানতে পারে যে, উক্ত আসামী ঘটনাস্থল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া।থানাধীন দড়িখরবোনা কদমতলা সাকিনস্থ জনৈক বজলুর রহমান (৪৫), পিতা-মৃত মখলেসুর রহমান এর মুদির দোকানের সামনে ছোট কালভার্ট এর উপর অবস্থান করছে। পরবর্তীতে উক্ত ঘটনাস্থল হতে আসামীকে আটক করে।উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রমে প্রক্রিয়াধীন ।











মন্তব্য