৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দল উখিয়ায় মাত্র ৫ গন্ডা জমির জন্য প্রান গেলো ৩জনের:২ জনের অবস্থাসংকটাপন্ন:আহত-৩ প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে………….মাওলানা ইউসুফ আশরাফ চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ভাড়া ও  অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে বিআরটিএ’র বিশেষ অভিযান ছিপাতলী দরবারে আজিজিয়া আলীয়া শরীফে আল্লামা আজিজুল হক আল কাদেরী (রঃ)’র ৬ষ্ঠ বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত রাজশাহীতে গমের বাম্পার ফলন,বেড়েছে চাষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ দুলাল এর জন্মদিন উদযাপন। উখিয়ায় ভয়াবহ সংঘর্ষে জামায়াতের নেতাসহ নিহত ৩ মোংলায় বসত ঘরে আগুন,সর্বস্ব পুড়ে ছাই পেকুয়া থানায় সালিশি বৈঠকে মুক্তিযোদ্ধার ছেলেকে পিটিয়ে জখম,আটক ১
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> জীবন গল্প >> দেশজুড়ে >> রাজশাহী >> রাজশাহী
  • রাজশাহীতে দুই চিকিৎসক খুন, আইনশৃঙ্খলার অবনতি
  • রাজশাহীতে দুই চিকিৎসক খুন, আইনশৃঙ্খলার অবনতি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজশাহীতে পৃথক দুটি ঘটনায় দুজন চিকিৎসক খুন হয়েছে। পৃথক দুই ঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন চিকিৎসক ও অপর আরেক ঘটনায় গ্রাম্য চিকিৎসক নিহত হয়।
    রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গ্রাম্য চিকিৎসকের দোকান থেকে তাঁকে অপহরণ পূর্বক হত্যা করে রাজশাহী সিটি হাটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ঘটনায়
    রাত পৌনে বারোটার দিকে চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে রামেক চিকিৎসককে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় তিনি মারা যান। বিষয় দুটি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মুকুল হোসেন।ইসলামী ব্যাংক হাসপাতালে নিহত চিকিৎসকের নাম কাজেম আলী আহমেদ। তিনি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। কাজেম আলী ৪২ তম বিসিএস ক্যাডার। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দেবী নগরে।নিহত অপর গ্রাম্য চিকিৎসক হলেন, ডা: দুলাল হোসেন। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন। রাজশাহী কৃষি কলেজ সংলগ্ন কৃষ্টগঞ্জের বাইপাসে তাঁর ফার্মেসি আছে। তিনি চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল গ্রামের ছমির উদ্দিনের ছেলে। হাসপাতাল সূত্র মতে, ডা: কাজেম আলী রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি । রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ডা. কাজেম আলী অন্যতম। প্রতিদিনের মত রবিবার লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটর সাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এসময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা।পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।রাজপাড়া থানার ওসি বলেন, লক্ষ্মীপুরের পপুলার হাসপাতাল থেকে ডা: কাজেম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে  মাইক্রোবাস আরোহী দুর্বৃত্তরা তার গতিরোধ করে, এরপর ধারালো অস্ত্রের  আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার রহস্য  ও মোটিভ সম্পর্কে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। অপর ঘটনায় রাজশাহী কৃষি কলেজ সংলগ্ন কৃষ্টগঞ্জের গ্রাম্য ডাক্তার দুলালকে সাদা পোশাকে একদল মুখোশধারী মাইক্রোবাসে করে তাকে ফার্মেসী থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে সিটি হাটে তাঁর লাশ পাওয়া যায়।
    শাহমুখদুম থানার ওসি ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি মুলত চন্দ্রিমা থানা এলাকার কৃষ্টগঞ্জ গ্রামের। সেখান থেকে তিনজন মুখোশধারী সাদা পোশাকে অস্ত্রের মূখে ঐ গ্রাম্য চিকিৎসককে অপহরণ করেন। পরে আমার শাহমুখদুম থানা এলাকার সিটিহাটে তাঁর লাশ ফেলে রেখে যায়। আমরা তাঁর লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুর রহমান বলেন গ্রাম্য চিকিৎসক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।এসব বিষয়ে নগরীর সুধীজনরা বলছেন, রাজশাহীতে সম্প্রতি অপরাধীদের অভয়ারণ্য তৈরী হয়েছে। চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারী অস্ত্রের আঘাতে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এরপর আবারও একই দিনে দুই চিকিৎসক নিহত হয়। প্রতিদিন কোথায়ও না কোথায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মাদকাসক্তরা প্রতিনিয়ত নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। দ্রুত প্রশাসন এ বিষয়ে তৎপর না হলে অপরাধ অনেক গুনে বৃদ্ধি পাবে। আইনশৃঙ্খলার চরম অবনতি হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page