সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের ঘরে তালাবদ্ধ করে ‘হাগু-মুতু বন্ধ করে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপির (ন্যাশনাল কমিউনিটি পার্টি) এক নেতার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপি জেলা কমিটির সংবাদ সম্মেলন চলাকালে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তির নাম মো. শোয়াইব, যিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। সাংবাদিকদের অভিযোগ, সংবাদ সম্মেলন চলা অবস্থায় শোয়াইব আকস্মিকভাবে সাংবাদিকদের প্রতি রূঢ় ও হুমকিমূলক আচরণ করেন এবং কক্ষের দরজা তালাবদ্ধ করার কথাও বলেন। এতে উপস্থিত সংবাদকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। সমালোচনার মুখে শোয়াইব পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।তিনি বলেন, আমি প্রতিনিধি হিসেবে গেছি। ভেতরে কি হচ্ছিল, জানতাম না। আপনাদের কাজে বাধা দেওয়ার অভিপ্রায় ছিল না। ভুল হয়ে থাকলে আমি দুঃখিত। ভুল স্বীকার করছি। এ সময় এনসিপির কয়েকজন নেতা শোয়াইবের পক্ষ নিয়ে তার ভুল স্বীকার করেন। তারা বলেন, ও ভুল করেছে, বলার ধরন ঠিক হয়নি। অবশ্যই ভুল বলেছে। ক্ষমা করে দিলে ভালো হয়।এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মোবাশ্বের আলী জানান, সংশ্লিষ্ট তরুণরা জুলাই আন্দোলনের সমর্থক হলেও তারা এনসিপির কোনো কমিটিতে নেই। তিনি বলেন, আজকের আচরণ নীতিগতভাবে ভুল। সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কারো নেই। এ ধরনের আচরণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিব্রতকর অবস্থায় পড়ছে। ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের আচরণকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।এদিকে এ ঘটনায় তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।











মন্তব্য