নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহী মহানগরীতে বিষ প্রয়োগ করে কুকুরকে হত্যা করার ঘটনায় তীব্র খুব প্রকাশ করা হয়েছে। আজ রোববার বেলা ১১:০০ রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটি মাসিক সভায় কমিটির সদস্য রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এ ক্ষোভ প্রকাশ করে বলেন সাম্প্রতিক সময়ে রাজশাহী মহানগরীতে কে বা কারা বিষ প্রয়োগ করে কুকুরকে হত্যা করছে।রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা সাহেব বাজার জিরো পয়েন্ট, গণক পড়া, বিন্দুর মোড়সহ বিভিন্ন এলাকায় কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার ঘটনা ঘটছে। দিন দিন তা বেড়েই চলেছে। যারা হত্যার কাজে লিপ্ত রয়েছে তাদেরকে সনাক্ত করার কোন উদ্যোগ নেই। ফলে তারা রাতের পাহারাদার হিসেবে জনগণের বন্ধু এই কুকুরকে বিনা বাধায় হত্যা করে চলেছে। প্রেসক্লাব সভাপতি বলেন কুকুরদের হত্যা করা অপরাধ। খোঁজ নিয়ে জানা গেছে যারা রাতে অপরাধ করে বেড়ায় তারাই এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে। পাশাপাশি কিছু মার্কেটের লোকজন হোটেলের কর্মচারীরা এই কাজে লিপ্ত রয়েছে।তিনি বলেন অবিলম্বে কুকুরকে বিষ প্রয়োগ করে হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন সাইদুর রহমান করোনা কালে লকডাউনের সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন ব্যক্তিগত উদ্যোগে কুকুরকে রক্ষায় নিয়মিত খাদ্য সরবরাহ করে প্রশংসা অর্জন করেছেন। পাশাপাশি রাজশাহী প্রেসক্লাব সে সময় রাতের পাহারাদার কুকুরের পাশে দাঁড়িয়ে ছিলো। নগরীর অনেক বিত্তবান পরিবারও এগিয়ে এসেছিলো। অথচ আজ সে কুকুরকে রক্ষা না করে বিষ প্রয়োগে হত্যা করা হচ্ছে যা দুঃখজনক। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক শামীম আহমে বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সভায় সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা জেলা ও মহানগর পুলিশের প্রতিনিধি বৃন্দ র্যাব ৫ এর কর্মকর্তা বিভিন্ন পৌরসভার মেয়র উপজেলার চেয়ারম্যান বৃন্দ নির্বাহী কর্মকর্তা গনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











মন্তব্য