সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহযোগী সহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে, দেশী বিদেশি অস্ত্র ও মাদক। এ বিষয়ে শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।তিনি জানান, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের নলডাঙা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন। অভিযানের উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানোর জন্য এই অভিযান পরিচালিত হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ অভিযানটির মোট তিনটি ধাপ সম্পন্ন হলেও এখনও শেষ নয়। জেলাগুলোর যে কোনো স্থানে এবং বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপারেশন ফাস্ট লাইট সেই নিরাপত্তার ভিত্তি তৈরি করা হয়েছে।











মন্তব্য